ধর্মঘটে নাকাল ফ্রান্স

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে নাকাল হয়ে পড়েছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর করা সর্বজনীন পেনশন ব্যবস্থার সংস্কারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শিগগিরই সংস্কার করা না হলে রাজপথ ছাড়বেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতারা, এবার সে পথেই হাঁটছেন তারা। এদিন রাজধানী প্যারিসে আন্দোলনকারীরা স্বৈরশাসকের আদলে ম্যাখোঁর ছবি বিকৃত করে হাতে নিয়ে বিক্ষোভ করে -এএফপি অনলাইন