হামলাকারীসহ নিহত ৪

মার্কিন নৌঘাঁটিতে হামলার ঘটনা বর্বরোচিত :সৌদি বাদশাহ

হামলাকারী আল-শামরানি সৌদি বিমানবাহিনীর সদস্য ছিলেন

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বাদশাহ সালমান বিন আবদুলাজিজ
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দেশটির বিমানবাহিনীর নৌঘাঁটিতে সৌদি আরবের বিমানবাহিনীর এক সদস্যের গুলিতে অন্তত তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবারের এ ঘটনায় সৌদি ওই নাগরিকও গুলিতে প্রাণ হারিয়েছেন। মার্কিন নৌঘাঁটিতে এই হামলার ঘটনাকে 'বর্বরোচিত' বলে নিন্দা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলাজিজ। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, 'আন্তরিক সমবেদনা' জানানোর জন্য সৌদি বাদশাহ তাকে টেলিফোন করেছিলেন। ট্রাম্প আরও বলেন, 'হামলাকারী ব্যক্তি কোনো অবস্থাতেই সৌদি জনগণের অনুভূতিকে ধারণ করে না বলেও আমাকে আশ্বস্ত করেছেন বাদশাহ।' ফ্লোরিডার পেনসাকোলা সামরিক ঘাঁটিতে শুক্রবারের ওই হামলার ঘটনায় তিনজন নিহত ছাড়াও আরও আটজন আহত হয়েছেন। গোলাগুলিতে আহতদের স্থানীয় ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। মার্কিন গণমাধ্যমে হামলাকারী ওই ব্যক্তির নাম মোহাম্মদ সায়িদ আল-শামরানি বলে উলেস্নখ করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি। তবে সন্ত্রাসবাদের সঙ্গে এই হামলার সংশ্লিষ্টতা আছে কিনা সেটি মাথায় রেখে তদন্ত চালাচ্ছেন কর্মকর্তারা। মার্কিন কংগ্রেসের সদস্য ম্যাট গ্যায়েটজ বলেন, 'এটা সুস্পষ্ট সন্ত্রাসী কর্মকান্ড। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।' ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, 'হামলাকারী যেহেতু বিদেশি নাগরিক, সৌদি বিমানবাহিনীর সদস্য এবং আমাদের এখানে প্রশিক্ষণে এসেছিলেন, সুতরাং অবশ্যই এখন অনেক প্রশ্ন উঠবে। আমরা যথাযথ তদন্তের মাধ্যমে হামলার পেছনের নেপথ্য কারণ খুঁজতে চেষ্টা করব।' তিনি আরও বলেন, 'আমি মনে করি, আক্রান্তদের ক্ষতিপূরণে সৌদি আরবের সরকার অবশ্যই ভালো কিছু করবে।'