জেল থেকে বেরিয়েই চিদাম্বরমের হুংকার

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
পি চিদাম্বরম
জেল থেকে বেরিয়েই ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরমের হুংকার- বিজেপির শাসনে দেশ ও ঝাড়খন্ড দুর্বল হয়েছে। জামিন পাওয়ার পর চিদাম্বরমের এটাই প্রথম সংবাদ সম্মেলন। শুক্রবার ঝাড়খন্ডের রাঁচিতে প্রদেশ কংগ্রেস ভবনে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুজনেই 'নিষ্কর্মা'। উলেস্নখ্য, শনিবার ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ হয়েছে। তার আগের দিন চিদাম্বরম এসব কথা বলেন। চিদাম্বরমের হুঙ্কার, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়সহ বিভিন্ন রাজ্য থেকে বিজেপি সরকারকে উপড়ে ফেলেছে জনগণ। ঝাড়খন্ডেও তেমনই হতে চলেছে। বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হবে। 'আইএনএক্স মিডিয়া' কেলেঙ্কারি মামলায় চিদাম্বরমের সাজা হয়। তার বাংলোর প্রাচীর টপকে সিবিআই কর্মকর্তাদের অভিযান নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ওঠে। কংগ্রেস একে রাজনৈতিক প্রতিহিংসা বলে তীব্র ক্ষোভ প্রকাশ করে। গ্রেপ্তারের পর তাকে দিলিস্নর তিহার জেলে নিয়ে যাওয়া হয়। টানা ১০৬ দিন পর চিদাম্বরম জামিন পান। বাইরে এসেই কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাচ্ছেন তিনি। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস