হোয়াটসঅ্যাপ থেকে বাদ যাচ্ছেন কাশ্মীরিরা

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
দীর্ঘদিন অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকায় হোয়াটসঅ্যাপ থেকে বাদ পড়ছেন ভারত শাসিত কাশ্মীরের ব্যবহারকারীরা। ভারত সরকারের নির্দেশে চারমাস ধরে ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছে ওই অঞ্চলের অধিবাসীরা। ফলে নিষ্ক্রিয় হয়ে রয়েছে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো। হোয়াটসঅ্যাপ পস্ন্যাটফর্মের নীতিমালা অনুযায়ী, ১২০ দিন কোনো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে যায় ওই অ্যাকাউন্টটি। ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টারনেট সংযোগ ফিরলে নতুন করে আবারও হোয়াটসঅ্যাপে এবং পস্ন্যাটফর্মের গ্রম্নপগুলোতে যোগ হতে হবে ব্যবহারকারীদের। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, 'নিরাপত্তা ও তথ্য ধারণকে সীমিত রাখার স্বার্থে ১২০ দিন ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেওয়া হয়।' গত ৫ আগস্ট ওই অঞ্চলের স্বায়ত্তশাসন বাতিল হওয়ার পরপরই ভারত সরকারের নির্দেশে সেখানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। সংবাদসূত্র : বিবিসি