গণহত্যার শুনানিতে অংশ নিতে মিয়ানমার ছাড়লেন সু চি

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান সংখ্যালঘুদের ওপর সেনাবাহিনীর গণহত্যার অভিযোগের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে লড়তে মিয়ানমারের নেত্রী অং সান সু চি নেদারল্যান্ডের পথে রওনা হয়েছেন। রোববার মিয়ানমারের রাজধানী নেইপিডোর বিমানবন্দরে কর্মকর্তা পরিবেষ্টিত সু চি হাসিমুখে হেঁটে যাচ্ছেন, এমন ছবি প্রকাশিত হয়েছে। সংবাদসূত্র : রয়টার্স এর আগের দিন শনিবার শহরটিতে তার কয়েক হাজার সমর্থক সমাবেশ করে তার প্রতি সমর্থন জানায়। ইয়াঙ্গুনে তার জন্য প্রার্থনা করেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডের রাজধানী দ্য হেগের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের গণহত্যা নিয়ে অভিযোগের প্রথম শুনানি হবে। সু চি এতে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। রোববার বিকালে সু চির কয়েক ডজন সমর্থকও হেগের উদ্দেশে রওনা হয়েছেন। আগামী কয়েকদিন শহরটিতে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছেন তারা। পশ্চিম আফ্রিকার মুসলিম অধু্যষিত দেশ গাম্বিয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। আন্তর্জাতিক অপরাধগুলোর মধ্যে গণহত্যাই সবচেয়ে গুরুতর অপরাধ।