সম্পর্কের অবনতির মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্র বন্দি বিনিময়

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক সম্পর্কের অবনতির মধ্যেই ভিন্ন রূপে দেখা গেল চিরবৈরী দেশ যুক্তরাষ্ট্র ও ইরানকে। বন্দি বিনিময়ের মধ্য দিয়ে সহযোগিতামূলক সম্পর্কের বিরল পদক্ষেপ দেখাল দেশ দুটি। যদিও সম্পর্কের বরফ এখনো গলেনি। দীর্ঘদিন আটক থাকার পর শনিবার মুক্তি পেয়েছেন এক মার্কিন গবেষক এবং এক ইরানি বিশেষজ্ঞ। সংবাদসূত্র : রয়টার্স চীনা বংশোদ্ভূত মার্কিন গবেষক সিউয়ে ওয়াং গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিন বছর বন্দি থাকার পর মুক্তি পেয়ে দেশে ফিরছেন। ওদিকে, যুক্তরাষ্ট্রে বন্দি থাকা ইরানি কর্মকর্তা মাসুদ সুলায়মানি মুক্তি পেয়ে দেশে ফিরছেন। সুইজারল্যান্ডের সহযোগিতায় এই বন্দিবিনিময় হয়। সুইজারল্যান্ড সরকারের একটি বিশেষ বিমানে করে তেহরান থেকে জুরিখে গেছেন মার্কিন গবেষক ওয়াং। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। অন্যদিকে, ইরানি 'স্টেম সেল' বিশেষজ্ঞ মাসুদ সুলায়মানিও জুরিখে পৌঁছছেন। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। গত বছর সুলাইমানিকে শিকাগো বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। বাণিজ্য নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র থেকে ইরানে পণ্য রপ্তানির অভিযোগ ছিল তার বিরুদ্ধে।