অস্ট্রেলিয়ায় দাবানল

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অস্ট্রেলিয়ার দাবানল। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। এদিকে, সিডনির পর কুইন্সল্যান্ডের দাবানল বিপজ্জনক মাত্রায় পৌঁছানোয় বাসিন্দাদের দ্রম্নত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এ অবস্থায় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শনিবার নতুন করে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় হেক্টরের পর হেক্টর বনভূমি। এতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, আগুন যেভাবে ছড়াচ্ছে, তাতে বাড়িঘর পুড়ে যেতে পারে। এজন্য বাধ্য হয়ে এলাকা ছেড়ে যাচ্ছেন। রোববার আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা -এপি/আউটলুক ইনডিয়া