বিশ্বের কনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ফিনল্যান্ড

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সানা মেরিন
বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ফিনল্যান্ড। রোববার 'সোশ্যাল ডেমোক্রেট পার্টি' থেকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সি সানা মেরিন। এর আগে তিনি দেশটির পরিবহনমন্ত্রী ছিলেন। সানা মেরিন শুধু ফিনল্যান্ডের নয়, বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন। ফিনল্যান্ড এর আগে এত কম বয়সি প্রধানমন্ত্রী পায়নি। গত মঙ্গলবার এক আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অ্যান্তি রিনে। এর পর রোববার দলীয় নেতৃত্বদের মধ্যে ভোটাভুটিতে নির্বাচিত হন সানা। নির্বাচিত হওয়ার পর সানা সাংবাদিকদের বলেন, 'পুনরায় আস্থা অর্জনে আমাদের একসঙ্গে অনেক কাজ করতে হবে।' বয়স নিয়ে প্রশ্নের জবাবে সানা আরও বলেন, 'আমি আমার বয়স বা লিঙ্গ সম্পর্কে কখনো ভাবিনি, রাজনীতিতে যে কারণে এসেছি, সেই বিষয়গুলোর কথা ভাবি, যার জন্য আমরা ভোটারদের আস্থা জিতেছি।' ফিনল্যান্ডের সর্ববৃহৎ পত্রিকা 'হেলসিংইন সানোমাত' ও 'ইলটা সানোমাত' ট্যাবলয়েডের তথ্যানুযায়ী, সানা মেরিন বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব গ্রহণ করছেন। চলতি সপ্তাহে তিনি শপথ নেবেন। তিনি ছাড়াও কমবয়সি প্রধানমন্ত্রীদের মধ্যে আছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডার্ন (৩৯), ইউক্রেনের ওলেসি হংচারুক (৩৫) এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (৩৫)। সংবাদসূত্র : গার্ডিয়ান, এনডিটিভি