ইমরান খানের প্রতিক্রিয়া

নাগরিকত্ব বিল ভারতের 'ফ্যাসিবাদী' সরকারের এজেন্ডা

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক কেবল অমুসলমানদের নাগরিকত্বের সুযোগ রেখে ভারতের লোকসভায় সোমবার পাস হওয়া নাগরিকত্ব সংশোধন বিলকে সাম্প্রদায়িক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, এই বিল দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সব রীতিনীতি এবং মানবাধিকার পরিপন্থী। এটিকে পার্শ্ববর্তী দেশগুলোতে হস্তক্ষেপ বলেও মনে করছেন তিনি। সংবাদসূত্র : ডন টুইটারে দেওয়া এক বার্তায় ইমরান খান লেখেন, 'ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে। আমরা এই বিলের তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ভারত-পাক দ্বিপক্ষীয় চুক্তির বিরোধী।' মোদি সরকারের বিরুদ্ধে হিন্দুত্ববাদী রাজনীতির অভিযোগ তুলে তারও সমালোচনা করেন পাক প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, 'এটা আরএসএসের হিন্দু রাষ্ট্র করার নকশার বর্ধিত অংশ, যার পরিকল্পনা করেছে ফ্যাসিবাদী মোদি সরকার।' এই বিলের মাধ্যমে ভারতে প্রথমবারের মতো ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী কোনো বিল পাস হলো।