সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চিলির বিমান নিখোঁজ ৩৮ আরোহী নিয়ে যাযাদি ডেস্ক অ্যান্টার্কটিকার পথে থাকা চিলির একটি সামরিক বিমানের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই পরিবহণ বিমানে ৩৮ জন আরোহী ছিলেন। চিলির দক্ষিণের শহর পুনটা অ্যারেনাস থেকে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয় সি-১৩০ হারকিউলিস বিমানটি। সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরোহীদের মধ্যে ২১ জন ছিলেন যাত্রী, বাকি ১৭ জন ক্রু। আরোহীদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিকও ছিলেন। ওই বিমানে করে অ্যান্টার্কটিকার কিং জর্জ দ্বীপে চিলির ঘাঁটিতে রসদ নিয়ে যাওয়া হচ্ছিল।অ্যান্টার্কটিকা অঞ্চলের ১২ লাখ বর্গকিলোমিটার এলাকা চিলির নিয়ন্ত্রণে আছে। সেখানে দেশটির ৯টি ঘাঁটি আছে, যা বিশ্বের যে কোনো দেশের চেয়েই বেশি। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স অগ্নু্যৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩ যাযাদি ডেস্ক নিউজিল্যান্ডের পর্যটক কেন্দ্র হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নু্যৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, হোয়াইট আইসল্যান্ডে এখন কারও জীবিত থাকার সম্ভাবনা খুবই কম। জেসিন্ডা জানান, অগ্নু্যৎপাতে হতাহতদের মধ্যে নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন। উদ্ধারকারী দলের হেলিকপ্টারগুলো ওই দ্বীপে অনুসন্ধান চালিয়েছে। তবে পাইলটরা সেখানে কোনো জীবিত মানুষের সন্ধান পাননি। তারপরও ঘটনাস্থলে এখনো অনুসন্ধান চলছে। সংবাদসূত্র : বিবিসি