যুক্তরাষ্ট্রে সৌদিদের সামরিক প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন নৌঘাঁটিতে সৌদি বিমানবাহিনীর এক কর্মকর্তার এলোপাতাড়ি বন্দুক হামলায় তিন মার্কিনি নিহতের জেরে দেশটিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৌদি আরবের সব সামরিক সদস্যের প্রায়োগিক প্রশিক্ষণ বন্ধ থাকবে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন। শুক্রবারের ওই ঘটনায় পুলিশের গুলিতে নিহত হন ওই সৌদি লেফটেন্যান্ট। সংবাদসূত্র : রয়টার্স পেন্টাগনের এ ঘোষণা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে থাকা সৌদি সামরিক সদস্যদের কার্যক্রমের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। এর ফলে যুক্তরাষ্ট্রে থাকা সৌদি আরবের সামরিক বাহিনীর ৩০০ জনেরও বেশি প্রশিক্ষণার্থী পাইলট 'সেইফটি স্ট্যান্ড-ডাউন' অবস্থায় থাকবে। তবে পাঠ্যক্রমের মতো ক্লাশরুম প্রশিক্ষণ অব্যাহত থাকবে।