অযোধ্যা মামলার রায়ের সব 'রিভিউ' আবেদন খারিজ

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক গত নভেম্বরে অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা সব কয়টি রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই খারিজ আদেশ দেয়। সংবাদসূত্র : এনডিটিভি দেশটির প্রধান বিচারপতি এসএ ববদের নেতৃত্বে এদিন পাঁচ সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন শুনানি করে। স্বাভাবিক নিয়মে উন্মুক্ত আদালতে এই আবেদনের শুনানি হয়নি। আদালতের এই আদেশের ফলে ৯ নভেম্বর অযোধ্য মামলায় দেওয়া সুপ্রিম কোর্টের রায়ই বহাল থাকছে। সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ গত ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছিল। অযোধ্যার মূল বিতর্কিত দুই দশমিক ৭৭ একর জমি রামলালাকে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মুসলমান পক্ষকে। বিতর্কিত জমিতে রামমন্দির তৈরিতে বাধা নেই বলেও জানিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। গত ২ ডিসেম্বর প্রথম অযোধ্যা রায়ের রিভিউ পিটিশন জমা পড়ে। রায় পুনর্বিবেচনার প্রথম আর্জি জানান জমিয়ত উলেমা-এ-হিন্দের উত্তরপ্রদেশের সভাপতি মাওলানা সৈয়দ আশাদ রশিদি। পরে মামলার দুই পক্ষ 'অল ইনডিয়া পার্সোনাল ল বোর্ড' এবং 'নির্মোহী আখড়া'সহ বেশ কয়েকটি সংগঠন এই রিভিউ আবেদন করে। এ সংক্রান্ত বিষয়ে শেষ আবেদনপত্র জমা দেয় অখিল 'ভারত হিন্দু মহাসভা'।