ট্রাম্পের নিন্দুক এফবিআই কমর্কতার্ স্ট্রজোক বরখাস্ত

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাকির্ন নিবার্চনে রুশ হস্তক্ষেপের ঘটনা তদন্তে সহায়তাকারী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করে লিখিত বাতার্ প্রেরণকারী এফবিআই কমর্কতার্ পিটার স্ট্রজোককে বরখাস্ত করা হয়েছে। ২১ বছরের অভিজ্ঞ স্ট্রজোক হিলারি ক্লিনটনের ই-মেইল তদন্তেও কাজ করেছিলেন। নিবার্চনের সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে ভবিষ্যৎ প্রেসিডেন্টকে ‘ইডিয়ট’ (নিবোর্ধ) অ্যাখ্যা দিয়ে বান্ধবীকে ক্ষুদে বাতার্ পাঠিয়েছিলেন। সংবাদসূত্র : গাডির্য়ান, ট্রিবিউন গত জুন মাসে প্রকাশিত মহাপরিদশের্কর প্রতিবেদনে ২০১৬ সালের নিবার্চনের সময়কার টেক্স মেসেজের ইতিহাস তুলে ধরা হয়েছে। ওই সময় স্ট্রজোক তার তৎকালীন বান্ধবী ও এফবিআইয়ের আইনজীবী লিসা পেজকে মোবাইলে এসএমএস পাঠিয়েছিলেন। একপযাের্য় লিসা তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘ট্রাম্প কখনই প্রেসিডেন্ট হতে পারবেন না, ঠিক না?’ জবাবে স্ট্রজোক লিখেছিলেন, ‘না, তিনি হতে পারবেন না। আমরা তাকে থামাবো।’ এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প এই কমর্কতার্র বরখাস্তের খবরে উল্লাস প্রকাশ করে সোমবার এক টুইট বাতার্য় লিখেছেন, ‘অবশেষে এজেন্ট পিটার স্ট্রজোক মাত্র বরখাস্ত হয়েছে।’