আফগানিস্তান

এবার সেনা ঘঁাটিতে তালেবানি হামলা

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
এবার আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি সেনা ঘঁাটিতে হামলা চালিয়েছে তালেবান। এ ঘটনায় কমপক্ষে ১৪ সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। মঙ্গলবার দেশটির কমর্কতার্রা এ তথ্য জানিয়েছেন। ফারইয়াব প্রদেশের কাউন্সিল প্রধান মোহাম্মদ তাহির রাহমানি জানান, ঘোরমাচ জেলার চেনাইহা সামরিক ঘঁাটিতে হামলা চালিয়ে তালেবান সদস্যরা ট্যাঙ্ক ও গোলাবারুদ কবজা করেছে। রোববার থেকে তারা হামলা চালানো শুরু করেছে। তিনি আরও বলেন, ‘আমরা ঘঁাটির ভেতর প্রবেশ করতে পারিনি। এখনো ঘঁাটির বিশাল অংশ তালেবানের দখলে রয়েছে।’ আরেক প্রাদেশিক কমর্কতার্ জানিয়েছেন, তালেবান সদস্যরা ৪০ সেনাকে আটক করেছে। তবে সংঘষের্ তালেবানের ৩০ যোদ্ধাও নিহত হয়েছে। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্