নাগরিকত্ব বিল

ভারতকে যুক্তরাষ্ট্রের বিশেষ বার্তা, উদ্বিগ্ন জাতিসংঘও

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি পাসের পরিপ্রেক্ষিতে এবার ভারতকে বিশেষ বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার আহ্বান জানিয়ে এ বার্তা দিয়েছে দেশটি। সংবাদসূত্র : এবিপি নিউজ, রয়টার্স বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে কী কী ঘটছে, সেদিকে গভীরভাবে নজর রাখছি আমরা। ধর্মীয় স্বাধীনতায় শ্রদ্ধা এবং সবার সমানাধিকারই আমাদের দুই গণতন্ত্রের মৌলিক নীতি।' মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, 'ভারত সরকার যেন সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের কথা মাথায় রেখে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে, সেজন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।' এদিকে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও ভারতের বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। শুক্রবার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্সের এক বিবৃতিতে মুসলমানদের বাদ দেওয়ায় এই আইনটিকে মূলগতভাবে বৈষম্যমূলক বলে উলেস্নখ করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র লরেন্স জেনেভায় বলেন, 'ভারতের নতুন নাগরিকত্ব (সংশোধনী) আইন ২০১৯ মূলগতভাবে বৈষম্যমূলক হওয়ায় আমরা উদ্বিগ্ন।' আমরা আশা করছি, নতুন আইনটি ভারতের সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করবে।'