'অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার' দাবি উত্তর কোরিয়ার

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সোহে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে আবারও একটি 'অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা' সম্পন্নের দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটির এক মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম 'কেসিএনএ'কে জানিয়েছেন, শুক্রবার রাতে এ পরীক্ষাটি করা হয়। সংবাদসূত্র : বিবিসি এই সোহে উৎক্ষেপণ কেন্দ্রে গত শনিবারও আরেকটি 'খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা' চালানোর কথা জানিয়েছিল দেশটি। তবে এই কেন্দ্রটিতে উত্তর কোরিয়া কী পরীক্ষা চালিয়েছে- তা পুরোপুরি পরিষ্কার নয়। পরীক্ষাটি 'ব্যালিস্টিক' ক্ষেপণাস্ত্রের ভূমিভিত্তিক পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন 'ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস'র বিশেষজ্ঞ অঙ্কিতা পান্ডে। এর আগে উত্তর কোরিয়া এই সোহে কেন্দ্রটি ভেঙে ফেলার প্রতিশ্রম্নতি দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটি একের পর এক অস্ত্র পরীক্ষা করছে। দেশটির পারমাণবিক অস্ত্র নিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা স্থবির হয়ে আছে। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ না করা পর্যন্ত তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে চলতি বছরের মধ্যে উলেস্নখযোগ্য নিষেধাজ্ঞা ছাড়সহ নতুন একটি পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করতে বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন, অন্যথায় 'নতুন পথ' ধরবেন বলে জানিয়েছেন।