মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দলের ভরাডুবিতে দুঃখ প্রকাশ লেবার নেতা করবিনের

নতুনধারা
  ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০
লেবার নেতা জেরেমি করবিন

যাযাদি ডেস্ক

যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে দলের বাজে ফলের জন্য দুঃখ প্রকাশ করে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন লেবার পার্টির শীর্ষ নেতা জেরেমি করবিন। 'সানডে মিরর' ও 'অবজারভারে' লেখা নিবন্ধে তিনি ভোটে ভরাডুবির কথা স্বীকার ও এর জন্য দায় স্বীকার করে নিয়েছেন। সংবাদসূত্র : বিবিসি

৭০ বছর বয়সী এ রাজনীতিক শুক্রবারই দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তার উত্তরসূরি হিসেবে কেয়ার স্টার্মার, রেবেকা লং-বেইলি, অ্যাঞ্জেলা রেইনার, এমিলি থর্নবেরি, জেস ফিলিপস ও লিসা ন্যান্ডির নাম আলোচনায় এসেছে। এর মধ্যে শেষের দুজন দলে করবিনের কট্টর সমালোচক হিসেবেই পরিচিত।

রোববার মিররে লেখা এক খোলা চিঠিতে করবিন বলেন, 'আমি কোনো লুকোচুরি করব না। যারা দেশের পরিবর্তন দেখতে উন্মুখ ছিল, তাদের সবার জন্যই এই ফল বিরাট ধাক্কা হয়ে হাজির হয়েছে। আমরা যে পারিনি, সে জন্য আমি দুঃখিত এবং আমি এর দায় নিচ্ছি।' নির্বাচনী প্রচার নিয়ে 'গর্ব করার' কথাও জানিয়েছেন লেবারপ্রধান। বলেছেন, তার দলের এবারের ইশতেহার সংখ্যাগরিষ্ঠ মানুষকে 'আশা' দিয়েছে।

অবজারভারে লেখা নিবন্ধে করবিন বলেন, তার নির্বাচনী প্রচার যুক্তরাজ্যের রাজনীতিতে তর্ক-বিতর্কের ইসু্য বদলে দিয়েছে। ভবিষ্যতে লেবারের এই ইশতেহারকে 'ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ' হিসেবে দেখা হবে বলেও ধারণা তার। করবিন লেখেন, 'কৃচ্ছ্রর মধ্যে, বহুজাতিক কোম্পানিগুলোর ক্ষমতার মধ্যে, অসমতার মধ্যে এবং জলবায়ুর এমন বিপর্যয়ের মধ্যেও নির্বাচনী তর্কে আমরা জয়ী হয়েছি এবং রাজনৈতিক বিতর্কের শর্তগুলো নতুন করে লিখেছি।' লেবার পার্টি পুরনো সমর্থকদের আস্থা অর্জনে 'দৃঢ়প্রতিজ্ঞ' হলেও বিরোধীদলীয় এ নেতার অনুমান, 'ত্বরিতগতিতে এ ধরনের কিছু করা' এখনই সম্ভব হবে না।

২০১৫ সালের সেপ্টেম্বরে দলের দায়িত্ব নেয়া করবিন আগামী বছরের শুরুর দিকেই দায়িত্ব ছাড়বেন এবং মে মাসে ইংল্যান্ডে স্থানীয় নির্বাচনের আগেই তার উত্তরসূরির নাম জানা যাবে বলে আভাস ব্রিটিশ গণমাধ্যমগুলোর। নতুন নেতা নির্বাচনের সময়সীমা ঠিক করতে লেবারের নির্বাহী কমিটি আগামী সপ্তাহেই প্রাথমিক আলোচনা শুরু করবে। জানুয়ারির প্রথম ভাগে এক বিশেষ বৈঠকে ওই সময়সীমা চূড়ান্ত হবে।

ব্রিটিশদের উদ্দেশে করবিনের

ছেলের খোলা চিঠি

এদিকে, এক খোলাচিঠিতে লেবার নেতা জেরেমি করবিনের ছেলে বেন করবিন নিজেদের পৃথিবীর সবচেয়ে গর্বিত সন্তান হিসেবে উলেস্নখ করেছেন। তিন ছেলের পক্ষ থেকে লেখা চিঠিতে বেন তার বাবা জেরেমির সততা, বিনয় আর সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তার অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। বেন বলেছেন, সাম্য, ন্যায়বিচার আর শান্তির পক্ষে তার বাবার অবস্থান 'সেকেলে' নয়, বরং ভবিষ্যতের রাজনীতিতে এসব প্রশ্ন অতীতের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বেন বলেন, 'আমরা রাজনীতিতে বিদ্বেষ আর হিংসার কথা শুনতেই অভ্যস্ত। তবে জেরেমি বার্তা দিয়েছেন সততা-শ্রদ্ধা আর ভালোবাসার। আমরা তাকে নিয়ে গর্বিত বললে আসলে কম বলা হবে। তিনি যে আদর্শের জন্য লড়াই করছেন, তা যদি আমরা সেকেলে বলি তাহলে ভুল হবে। সামনের দিনগুলোতে আমরা দেখব, অন্য যেকোনো সময়ের চেয়ে তার বার্তাগুলো এখন কতটা বেশি গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<80044 and publish = 1 order by id desc limit 3' at line 1