ক্যাথলিক গিজার্য় হাজারের বেশি শিশু নিযার্তনের শিকার

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ছয়টি গিজার্য় তিন শতাধিক যাজকের হাতে এক হাজারের বেশি শিশু যৌন নিযার্তনের শিকার হয়েছে। গত ৭০ বছর ধরে গিজার্গুলোতে শিশুদের ওপর এই যৌন নিযার্তন চালানো হয়েছে। মঙ্গলবার পেনসিলভানিয়ার সুপ্রিম কোটর্ প্রকাশিত গ্র্যান্ড জুরির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদসূত্র : বিবিসি ক্যাথলিক গিজার্গুলোতে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের পর প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনটি লেখা হয়েছে। যাজকদের হাতে যৌন নিপীড়নের অন্যতম বৃহত্তম এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্যাথলিক গিজার্র ভেতর যৌন নিপীড়নের অন্যান্য প্রতিবেদন রয়েছে। তবে এই মাত্রার নয়।; প্রতিবেদনে যেসব ঘটনা উল্লেখ করা হয়েছে, এতে দেখা গেছে, একজন যাজক এক শিশুকে অন্তঃসত্ত¡া করেছেন এবং তাকে গভর্পাতে সহযোগিতা করেছেন। পরে ওই যাজককে গিজাের্তই থাকার ব্যবস্থা করা হয়েছে। আরেক যাজক স্বীকার করেছেন, তিনি ১৫টি কিশোরকে বলাৎকার করেছেন, যাদের মধ্যে সাত বছরের এক শিশুও ছিল। তবে এগুলোর মধ্যেও দুইজন যাজককে চিহ্নিত করা গেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, নিপীড়নের প্রায় প্রতিটি ঘটনাই অনেক পুরনো যে, এগুলোর বিচার করা মুশকিল।