এবার মাকির্ন পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে তুরস্ক

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ডোনাল্ড ট্রাম্প
তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ ও দুই পণ্যে শুল্ক বাড়ানোর জবাবে এবার বেশ কয়েকটি মাকির্ন পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে দেশটি। বুধবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির গেজেট প্রকাশ করেছে দেশটি। এর আগে মঙ্গলবার মাকির্ন বজের্নর ডাক দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সংবাদসূত্র : বিবিসি, এএফপি অনলাইন, আল-জাজিরা দুই পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বিগুণ করা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলতি সপ্তাহে তুরস্কের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করেন ডোনাল্ড ট্রাম্প। তার ওই পদক্ষেপের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিকস পণ্য বয়কটের আহŸান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইলেকট্রনিকস ছাড়াও বিশ্বসেরা মোবাইল ফোন উৎপাদনকারী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন বজর্ন করা হবে বলে ঘোষণা দেন তিনি। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কোনো রকম পিছুটান নয়, বরং এরদোগান প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘আমরা যুক্তরাস্ট্রের ইলেকট্রনিকস ও আইফোন বজর্ন করব। এর পরিবতের্ আমরা কোরিয়ান প্রতিষ্ঠানের মোবাইল ফোন স্যামস্যাং বা দেশে তৈরি ভেসটেল মোবাইল ব্যবহার করব।’ দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত অকটাই বলেন, ‘মাকির্ন প্রশাসন সচেতনভাবে আমাদের অথর্নীতির ওপর আঘাত হানার জবাবে এ শুল্ক বাড়ানো হয়েছে।’ তুকির্ পণ্যে যুক্তরাষ্ট্র দ্বিগুণ শুল্কারোপ করায় দেশটির মুদ্রা লিরার রেকডর্ পরিমাণ দরপতন হয়েছে। তুরস্কের অথর্মন্ত্রী বলেন, মাকির্ন মুদ্রা ডলার তার বিশ্বাসযোগ্যতা হারাবে। কারণ তারা এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রাজস্ব ও অথর্মন্ত্রী বেরাত আল-বারাক বলেন, তিনি আশা করছেন, লিরা শক্তিশালী হবে। বিভিন্ন কোম্পানির বৈদেশিক লেনদেনের ঝুঁকি কমাতে মুক্তবাজার নীতির ভেতর থেকেই তুরস্ক পদক্ষেপ নেবে। বারাক বলেন, ‘আমরা লিরা রক্ষা করব। আগামী দিনগুলোতে লিরা আরও শক্তিশালী হবে।’ নিবার্চনে বিজয়ী হওয়ার পর নিজের শ্যালক আল-বারাককে অথর্মন্ত্রী পদে নিয়োগ দেন রিসেপ তাইয়েপ এরদোগান। গত ২৪ জুন নিবার্চনে বিজয়ী হওয়ার পর ডলারের বিপরীতে লিরা এক-চতুথার্ংশ মূল্য হারিয়েছে। উল্লেখ্য, মাকির্ন যাজক অ্যান্ড্রু ব্রæনসনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগের বিচারের দায়ে তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। গত মাসে তুকির্ ধাতব রপ্তানির ওপর শুল্ক বৃদ্ধি করে।