সাবেক সিআইএ প্রধানের নিরাপত্তা ছাড়পত্র বাতিল

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনানের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প সংবেদনশীল তথ্যে তার সমালোচক হিসেবে খ্যাত ব্রেনানের প্রবেশাধিকার রহিত করলেন। সংবাদসূত্র : বিবিসি হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডাসর্ বুধবার ট্রাম্পের এক বিবৃতি পাঠের মাধ্যমে সিদ্ধান্তটি ঘোষণা করেন। বিবৃতিতে নিরাপত্তা ছাড়পত্র বাতিলের জন্য ব্রেনানের ‘খেয়ালি চরিত্র ও আচরণকে’ দায়ী করেছেন ট্রাম্প। ওই বিবৃতির প্রতিক্রিয়ায় ব্রেনান বলেছেন, ‘বাকস্বাধীনতা দমন ও সমালোচকদের শাস্তি’ দিতে ট্রাম্পের বিস্তৃত প্রচেষ্টার অংশ হিসেবেই তার নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করা হয়েছে। টুইটারে সিআইএ’র এ সাবেক পরিচালক বলেন, ‘খোলাখুলি কথা বলার মূল্য সম্পকের্ পেশাদার গোয়েন্দাসহ সব মাকিির্নরই প্রচÐ উদ্বিগ্ন হওয়া উচিত। আমার নীতি ছাড়পত্রের চেয়েও অনেক বেশি মূল্যবান। আমি হাল ছাড়ছি না।’ গত মাসে ফিনল্যান্ডের হেলসিংকিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে শীষর্ বৈঠকের পর যৌথ সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প যা করেছেন, তাকে ‘রাষ্ট্রদ্রোহিতার চেয়ে কম কিছু নয়’ বলেও মন্তব্য করেছিলেন ব্রেনান।