বাজপেয়ীকে চিঠিতে ‘স্যালুট’ জানিয়েছিলেন নওয়াজ শরিফ

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী ২০১৫ সালে ‘ভারতরতœ’ উপাধি পাওয়ার পর তাকে চিঠি লিখে ‘স্যালুট’ জানিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ওই চিঠিতে তিনি বাজপেয়ীকে ভারত-পাক দুই দেশের সম্পকের্র উন্নতির কারিগর বলে উল্লেখ করেছিলেন। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস প্রসঙ্গত, বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী হন, তখন নওয়াজ শরিফও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। আর তাই তার ভারতরতœ উপাধির পরই সেই সময়কার সম্পকের্র স্মতিচারণ করে তা চির উজ্জ্বল বলেও মন্তব্য করে ছিলেন নওয়াজ শরিফ। সেই চিঠিতে দিল্লি-লাহোর বাসযাত্রার উল্লেখ করতেও ভোলেননি তিনি। ভারত-পাক সম্পকের্ উত্তেজনা কমাতে ১৯৯৯ সালে বাজপেয়ী নিজে বাসে চেপে লাহোর গিয়েছিলেন। এর অল্প কয়েকদিন পর সেনা অভ্যুত্থানের মাধ্যমে শরিফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতায় বসেন জেনারেল পারভেজ মোশাররফ। তার সঙ্গেও সম্পকর্ গড়তে আপ্রাণ চেষ্টা করেছিলেন বাজপেয়ী। দ্বিপক্ষীয় সম্পকের্ উষ্ণতা বজায় রাখতে আগ্রা শীষর্ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল মোশারফকে। তিনি এসেছিলেন বটে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং তার আমলেই ভারতে ঘটেছিল একের পর এক মারাত্মক জঙ্গি হামলা। কাশ্মির বিধানসভায় জঙ্গি হামলা, পালাের্মন্ট ভবনে হামলা, অক্ষরধাম থেকে বারানসির সংকট মোচন মন্দিরে রক্তপাত, সবই ঘটে মোশাররফ পাকিস্তানের ক্ষমতায় থাকার সময়।