তুকির্ পণ্যে শুল্ক বহাল রাখবে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
তুরস্কে আটক মাকির্ন ধমর্যাজক অ্যান্ড্রু ব্র্যানসনকে নিয়ে দুই দেশের ক‚টনৈতিক টানাপড়েন শুরু হলেও হোয়াইট হাউস জানিয়েছে, তাকে মুক্তি দিলেও অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্যের ওপর শুল্ক কমানো হবে না। বুধবার এক সংবাদ সম্মেলনে মুখপাত্র সারাহ স্যান্ডাসর্ এসব কথা জানান। সংবাদসূত্র : বিবিসি, ট্রিবিউন, আল-জাজিরা মাকির্ন যাজক আটকের ঘটনা থেকে সম্প্রতি তুরস্ক ও যুক্তরাষ্ট্রের ক‚টনৈতিক সম্পকের্র মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মাকির্ন সরকার তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর মাকির্ন আইনমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞার হুমকি দেন এরদোয়ান। এরপর গত শুক্রবার তুরস্কের ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে দ্বিগুণ শুল্ক আরোপের ঘোষণা দেন মাকির্ন প্রেসিডেন্ট। তবে সারাহ স্যান্ডাসর্ দাবি করেন, তার মুক্তির সঙ্গে এর সম্পকর্ নেই। জাতীয় নিরাপত্তার স্বাথের্ এই শুল্ক আরোপ করা হয়েছে। তিনি আরও বলেন, ব্র্যানসন ও অন্যদের মুক্তি দিলে বিষয়টি বিবেচনা করে দেখতে পারে যুক্তরাষ্ট্র। তুরস্কের ওপর শুল্ক বাড়ানোর ঘটনায় স্যান্ডাসর্ বলেন, এটা নিশ্চিতভাবেই দুঃখজনক ও ভুল পদক্ষেপ। মাকির্ন খ্রিস্টান ধমর্যাজক অ্যান্ড্রু ব্র্যানসনকে গ্রেপ্তার করা নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে টানাপড়েন অনেক জটিল হয়ে উঠেছে। এরই মধ্যে তুরস্কের ওপর বেশ কিছু বিধিনিষেধও আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ব্রæনসনের মুক্তি দাবি করছে যুক্তরাষ্ট্র। আর তুরস্ক বলছে, তিনি ২০১৬ সালের ব্যথর্ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলে আসছেন, ব্র্যানসনকে ফিরিয়ে দেয়ার বিনিময় ফেতুল্লাহ গুলেনকে ফেরত চায় তুরস্ক। ফেতুল্লাহ গুলেনকে ওই অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিহিত করে থাকে তুরস্ক। তুরস্কের পাশে কাতার এদিকে, তুরস্কের অথর্নীতির সংকটময় পরিস্থিতিতে দেশটিতে ১৫০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রæতি দিয়েছে কাতার। সম্প্রতি তুকির্ প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে এক বৈঠক শেষে এক ঘোষণায় এমনটা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তিনি বলেন, কাতার তাদের ভাই তুরস্কের পাশে থাকবে। গত বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় বৈঠক করেন দুই নেতা। উল্লেখ্য, সম্প্রতি চরম মুদ্রাস্ফীতিতে ভুগছে তুরস্ক। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পকের্র অবনতি পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে। এ অবস্থায় প্রথম বিদেশি রাষ্ট্র হিসেবে তুরস্ক সফর করলেন কাতারের আমির। এক টুইটে তিনি বলেন, ‘আমরা আমাদের তুকির্ ভাইদের পাশে আছি, যারা কাতার ও মুসলমান বিশ্বের পাশে দঁাড়িয়েছে।’ তিনি আরও বলেন, আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আমার গুরুত্বপূণর্ আলোচনার অংশ হিসেবে আমরা সে দেশে ১৫০০ কোটি ডলারের বিনিয়োগ প্রকল্পের ঘোষণা দিয়েছি। তিনি আরও জানান, তুরস্কের অথর্নীতি মজবুত ও দৃঢ়। আলোচনায় বিনিয়োগ ছাড়াও দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করা নিয়েও আলোচনা করেন তারা।