টুইটার নিষিদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার নিষিদ্ধ করার হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির টেলিকমিশন কতৃর্পক্ষের মহাপরিচালক নিসার আহমেদ বলেন, ফেসবুক, ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমকে কিছু পোস্ট ডিলিট করতে বলা হয়েছিল। অন্যরা করলেও টুইটার এসব পোস্ট ডিলিট করছে না। পাকিস্তান হাইকোটের্র আদেশও তুলে ধরে নিসার আহমেদ বলেন, ‘আদালতই টুইটারকে শিক্ষা দেবে।’ ২০০৮ এবং ২০১০ সালে পাকিস্তানে ফেসবুক নিষিদ্ধ করা হয়। ২০১২ সাল থেকে দেশটিতে দুই বছরের জন্য বন্ধ ছিল ইউটিউবও। তবে এ বিষয়ে পাকিস্তানের সম্ভাব্য তথ্যমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের তথ্য সচিব ফাওয়াদ চৌধুরী বলেন, ‘আমরা সব ধরনের নিয়ন্ত্রণ আরোপের বিপক্ষে। যারা আপত্তিকর পোস্ট দেখতে চায় না, তারা সেগুলো খেঁাজা বন্ধ করলেই পারে। মনে রাখতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যম এখন আর কেবল বিনোদনের জায়গা নয়। অনেকের পেশা এর সঙ্গে জড়িত।’ সংবাদসূত্র : ডন