ব্রাজিল নিবার্চনে প্রাথীর্ হলেন কারারুদ্ধ লুলা

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
দুনীির্তর দায়ে কারারুদ্ধ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা আসন্ন নিবার্চনে বামপন্থি ওয়াকার্সর্ পাটির্র প্রাথীর্ হিসেবে মনোনয়ন পেয়েছেন। নিবার্চনী আদালতের সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে প্রাথির্তার নিবন্ধন শেষ হলে লুলার সমথর্করা ¯েøাগানে মেতে ওঠে। এই প্রাথির্তার বিরুদ্ধে আপিল করেছেন দেশটির প্রসিকিউটর জেনারেল। ব্রাজিলের দÐপ্রাপ্ত কোনো নাগরিক আপিলে হেরে গেলে প্রেসিডেন্ট পদে প্রাথীর্ হতে পারেন না। তবে নিজে প্রাথীর্ হতে না পারলে দলের ভাইস প্রেসিডেন্ট ও রাজধানী সাও পাওলোর সাবেক মেয়র ফানাের্ন্দা হাদাদের প্রতি নিজের সমথের্নর কথা জানিয়েছেন লুলা। আগামী ৭ অক্টোবর দেশটিতে প্রেসিডেন্ট নিবার্চন অনুষ্ঠিত হবে। বতর্মানে ১২ বছরের কারাদÐ ভোগ করতে থাকা লুলা নিবার্চনী মতামত জরিপে বেশ এগিয়ে রয়েছেন। দুনীির্তর অভিযোগ অস্বীকার করে লুলা দাবি করে আসছেন, তার ক্ষমতায় ফেরা ঠেকানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে কারাদÐ দেয়া হয়েছে। ২০০৩ ও ২০১১ সালের নিবার্চনে জয়ী হয়ে দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লুলা ডি সিলভা। ব্যাপক অথৈর্নতিক উন্নয়ন ও সামাজিক কমর্সূচির মাধ্যমে কাযার্লয় ছাড়ার সময় ৮৭ শতাংশ মানুষের সমথর্ন ছিল তার প্রতি। সবের্শষ নিবার্চনে পরাজিত হলে ৭২ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে দুনীির্তর অভিযোগ এনে কারাদÐ দেয় ব্রাজিলের আদালত। গত এপ্রিলে আত্মসমপর্ণ করার পর থেকেই কারাগারে আটক রয়েছেন তিনি। সংবাদসূত্র : বিবিসি