‘ইরান ট্রাম্পের চাপে মাথানত করবে না’

প্রকাশ | ২৭ জুন ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেয়া অথৈর্নতিক নিষেধাজ্ঞাতেও ইরান মাথানত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। সোমবার টেলিভিশনে এক ভাষণে তিনি বলেন, নতুন মাকির্ন নিষেধাজ্ঞা মোকাবেলা করার সক্ষমতা তার সরকারের আছে। সংবাদসূত্র : রয়টাসর্, টেলিগ্রাফ ইরানের মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর তেহরানের পালাের্মন্টের বাইরে ব্যবসায়ীদের বিক্ষোভ প্রদশের্নর একদিন পর রুহানি দেশটির নাগরিক ও বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে এ বক্তব্য দিলেন। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে তেল রপ্তানি থেকে ইরানের আয় কমে যেতে পারে এবং অথৈর্নতিক পরিস্থিতি খারাপ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির নাগরিকরা। মুদ্রার দরপতনে ব্যবসায়ীরা ফুঁসে উঠেছিলেন। পারমাণবিক কমর্সূচি সীমিত করার শতের্ অথৈর্নতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে ২০১৫ সালে জাতিসংঘের স্থায়ী পঁাচ সদস্য ও জামাির্নর সঙ্গে চুক্তি করেছিল ইরান। চলতি বছরের মে মাসে ট্রাম্প ওই চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসেন। ইরানের ক্ষেপণাস্ত্র কমর্সূচি ও মধ্যপ্রাচ্যে তার অবস্থানের ব্যাপারে সন্দিহান মাকির্ন প্রেসিডেন্ট আগামী মাসগুলোতে তেহরানের ওপর বড় ধরনের অথৈর্নতিক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন বলেও ধারণা পযের্বক্ষকদের।