মোদির ওপর হামলার ‘আশঙ্কা চরমে’

ছাড়পত্র ছাড়া তার কাছে যেতে পারবেন না মন্ত্রীরাও

প্রকাশ | ২৭ জুন ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর হামলার আশঙ্কা চরমে পেঁৗছেছে। দেশটির সব রাজ্যের কাছে পাঠানো বিশেষ বাতার্য় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর ওপর হামলার আশঙ্কায় তার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিয়ম তৈরি করা হয়েছে। এই নিয়মের অধীনে কোনো ব্যক্তি, এমনকি মন্ত্রীরাও বিশেষ নিরাপত্তা বাহিনীর ছাড়পত্র ছাড়া মোদির কাছে যেতে পারবেন না। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ এক গোপন চিঠির মাধ্যমে মোদির ওপর এই নতুন হুমকির খবর পেয়েছে মহারাষ্ট্রের ‘পুনে’ পুলিশ। গত এপ্রিলে মোদিকে হত্যার পরিকল্পনা নিয়ে লেখা ওই চিঠি হাতে পড়ে পুনে পুলিশের। চিঠিটি কে লিখেছে, তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে। ওই চিঠি অনুসারে, ২০১৯ সালের লোকসভা নিবার্চনের আগেই প্রধানমন্ত্রী মোদিকে শেষ করে ফেলতে হবেÑ এমনই পরিকল্পনা করেছে মাওবাদীরা। ওই চিঠির মাধ্যমেই মাওবাদীদের পরিকল্পনার কথা জেনেছে পুলিশ। প্রধানমন্ত্রীর ‘রোড শো’কে টাগের্ট করেছে মাওবাদীরা। ‘রাজীব গান্ধী টাইপ ঘটনা’ ঘটানো হবেÑ এমন কথা জানা যায় ওই চিঠির মাধ্যমে। চিঠিতে বলা হয়েছে, ‘ভারতের ১৫টি রাজ্যে বিজেপি ভালোই সরকার চালাচ্ছে। যদি ওরা এভাবে এগোয়, তা হলে আমাদের পক্ষে বিপদের কারণ হয়ে উঠবে। তাই মোদি যুগের অবসান ঘটানো দরকার।’ এরপরই মোদির নিরাপত্তা বলয় আরও জোরদার করার ব্যবস্থা নেয়া হয়েছে। এখন থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা ‘স্পেশাল প্রোটেকশন গ্রæপ’ বা এসপিজি-এর ছাড়পত্র না মিললে মোদির ধারে কাছে সরকারি কমর্কতার্রা তো বটেই, মন্ত্রীরাও তার কাছে যেতে পারবেন না। ‘অজানা হুমকি’ থাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইছে, রোড শো থেকেও মোদিকে দূরে রাখতে। বিষয়টি খুব কঠোরভাবে দেখার নিদের্শনাও দেয়া হয়েছে।