ফেসবুককে ছদ্মবেশী ট্রাম্প প্রশাসন বলে একহাত পেলোসির

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে একহাত নিয়ে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, এটি একটি লজ্জাকর কোম্পানি। তিনি বলেন, 'ফেসবুক সবার ওপরে শুধু নিজের লাভই বোঝে। ফেসবুককে আমি ছদ্মবেশী ট্রাম্প প্রশাসন মনে করি।' স্থানীয় সময় বৃহস্পতিবার 'ক্যাপিটল হিলে' এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ন্যান্সি পেলোসি। সংবাদসূত্র : সিএনএন ওয়াশিংটনের 'ক্যাপিটল হিলে' বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফেসবুকপ্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের ক্ষমতা নিয়ে ন্যান্সি পেলোসিকে প্রশ্ন করা হয়। তিনি তখন বলেন, ফেসবুক মার্কিন জনগণকে টাকার বিনিময়ে ভুলপথে পরিচালনা করছে। ডেমোক্রেটিক স্পিকার আরও বলেন, ফেসবুক শুধু নিজেদের লাভ বোঝে। তারা চায়, তাদের শুধু কর কাটা যাক, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো 'অ্যান্টিট্রাস্ট' কর্মসূচি নেওয়া হোক, তা চায় না তারা। এদিকে, ফেসবুককে নিয়ে পেলোসির এমন সব মন্তব্যের পর ডেমোক্রেটিক নেতৃত্ব এবং ফেসবুকের মধ্যে উত্তেজনা বেড়েছে। উলেস্নখ্য, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে ন্যান্সি পেলোসির দ্বন্দ্ব অনেক আগে থেকেই। গত বছর পেলোসির একটি নকল ভিডিও প্রকাশ করে ফেসবুক। ভিডিওটি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানির শেয়ার করেন। ভিডিওতে দেখা গেছে, ওয়াশিংটনের এক অনুষ্ঠানে মাতালভঙ্গিতে বক্তব্য দিচ্ছেন কংগ্রেসের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি। লাখ লাখ মানুষ ভিডিওটি দেখেন ও পেলোসির নিন্দা করেন অনেকে। ভিডিও প্রসঙ্গে পেলোসির দাবি, ইচ্ছাকৃতভাবে 'এডিট' করে কথার গতি কমিয়ে দেওয়া হয়েছে। তিনি ফেসবুককে ভিডিওটি সরাতে বললে অস্বীকৃতি জানায় ফেসবুক। এতে পেলোসি ক্ষিপ্ত হন। এরপর গত বছরের মে মাসে পেলোসি বলেন, 'জেনেশুনেও ভুয়া তথ্য সরাতে অস্বীকৃতি জানিয়েছে ফেসবুক। এতে প্রমাণ হয়, মার্কিন নির্বাচনে ফেসবুক ইচ্ছা করেই হস্তক্ষেপের সুযোগ দিয়েছে।'