কাশ্মীরে প্রিপ্রেইড মোবাইল ফোনে দুই পরিষেবা চালু

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
জম্মু ও কাশ্মীরে প্রিপ্রেইড মোবাইল ফোন সংযোগে দুই পরিষেবা 'ভয়েস কল' ও 'এসএমএস' ফের চালু করা হয়েছে। শনিবার ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। সংবাদসূত্র : এনডিটিভি গত বছরের ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়ার আগে উপত্যকাটির ওপর আরোপ করা কঠোর বিধিনিষেধের অংশ হিসেবে ইন্টারনেট, ফোন ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি এর মধ্যে কিছু কিছু পরিষেবার ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। পাঁচ মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত সপ্তাহে কাশ্মীর উপত্যকার ইন্সটিটিউটগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে চালু করা হয়। কিন্তু সামাজিক নেটওয়ার্ক সাইটগুলো সম্পূর্ণ বিধিনিষেধের আওতায় থাকবে বলে সরকারি নির্দেশে বলা হয়েছে। কাশ্মীরের বান্দিপোরা ও কুপওয়ারা জেলায় এবং জম্মুর আরও ১০টি জেলায় পোস্টপেইডে টু-জি ইন্টারনেট সার্ভিসও ফের চালু করা হয়েছে। গত সপ্তাহে দায়ের করা এক পিটিশনের জবাবে কার্যকর থাকা সব বিধিনিষেধ পর্যালোচনার আদেশ দেয় ভারতের সর্বোচ্চ আদালত। এক সপ্তাহের মধ্যে আদেশ বাস্তবায়ন করতে বলেছিল আদালত। এরপরই সংযোগ ফের চালু করার এসব সিদ্ধান্ত আসে।