১৩৬ কেজি ওজনের আইএস নেতা আটক!

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
শিফা আল-নিমা ওরফে আবু আবদুল বারি নামে ১৩৬ কেজি ওজনের এক 'হেভি-ওয়েট' আইএস মুফতিকে আটক করেছে ইরাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইএস-প্রধান বাগদাদির পরই এই জঙ্গি সংগঠনের অন্যতম 'গডফাদার' ছিলেন এ বিশালদেহী জঙ্গি। দেশটির মসুল শহরের গোপন আস্তানা থেকে তাকে আটক করে ইরাকের সোয়াত বাহিনীর বিশেষ টিম। মাঝরাতে অভিযান চালিয়ে শিয়া নিমাকে বড় ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ তাকে প্রথমে গাড়িতে তুলতে পারেনি। ছবিতে দেখা যায়, পুলিশ ভ্যানের পেছনে পড়ে আছে তার বিশাল দেহ। নেটিজেনরা রসিকতা করে লিখেন, তিনি হয়তো এতদিন কোনো বেকারিতে লুকিয়ে ছিলেন। ইরাকি পুলিশ জানিয়েছে, তিনি আইএসের শীর্ষস্থানীয় নেতা। তার ফতোয়ার ওপর ভিত্তি করে পন্ডিত ও ধর্মীয় নেতাদের হত্যা করা হয় এবং নারীদের ধর্ষণ করা হয়। মসুল শহরে অবস্থিত হজরত ইউনুস (আ.)-এর কবর বোমা মেরে উড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। মুফতি শিফার বিরুদ্ধে মসজিদে উগ্রবাদের উসকানি দেয়ার অভিযোগ রয়েছে। সংবাদসূত্র : ইনডিয়া টুডে