চীনা প্রেসিডেন্টকে 'শিট হোল' বলে ক্ষমা চাইল ফেসবুক

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নাম বার্মিজ ভাষা থেকে ইংরেজিতে 'অশালীন' (শিট হোল) অনুবাদের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। চীনের প্রেসিডেন্ট জিনপিং দুই দিনের সফরে মিয়ানমারে যান। তার সফরের দ্বিতীয়দিন শনিবার ফেসবুকে এই ভুল অনুবাদের বিষয়টি নজরে আসে। সংবাদসূত্র : বিবিসি প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের বিষয়ে বার্মিজ ফেসবুক পোস্টে চীনা প্রেসিডেন্টের নাম ইংরেজিতে ভুল অনুবাদ করা হয়। শি জিনপিংয়ের নাম বার্মিজ ভাষা থেকে ইংরেজি অনুবাদে 'মিস্টার শিটহোল' দেখানোর ঘটনাকে কারিগরি ত্রম্নটি অভিহিত করে মারাত্মক এ ভুলের জন্য তার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। শিট হোল, অর্থাৎ 'মল ভর্তি গর্ত' এবং এই অনুবাদটি পোস্ট করা হয়েছে অং সান সু চি ও তার কার্যালয়ের অ্যাকাউন্ট থেকে। মারাত্মক এই ভুলের জন্য শনিবার বিবৃতি দিয়ে ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, 'ফেসবুকে বার্মিজ ভাষা থেকে ইংরেজিতে অনুবাদের ক্ষেত্রে কারিগরি যে ত্রম্নটি ছিল, সেটা আমরা ঠিক করে ফেলেছি।'