ইরানের তদন্ত প্রতিবেদন

স্বল্পপালস্নার দুটি ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয় বিমানটি

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
তেহরান থেকে উড্ডয়নের পর দুটি স্বল্পপালস্নার ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয় ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি। সোমবার ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দ্বিতীয় প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য টর-এম১ ক্ষেপণাস্ত্র দুটি উত্তর দিক থেকে ছোড়া হয়। সংবাদসূত্র : বস্নুমবার্গ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ৮ জানুয়ারি বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের পরপরই ইউক্রেন এয়ারলাইন্সের বিমানটি ১৮০ যাত্রীসহ বিধ্বস্ত হয়। এর কয়েক দিনের মাথায় মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক দাবি করে ভুল করে বিমানটি ভূপাতিত করেছে ইরান। প্রথমে অস্বীকার করলেও পরে সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ তদন্তের প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বিমানটি ভুল করে ভূপাতিত করার স্বীকারোক্তি দিয়ে ক্ষমা চায় তেহরান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেয় তারা। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দ্বিতীয় প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বিমানটি বিধ্বস্তের নানা বিষয় উঠে এসেছে।