ইয়েমেন

স্কুল বাসে ছোড়া বোমা যুক্তরাষ্ট্রের তৈরি

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
গত সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের একটি স্কুলবাসে যে বোমা হামলা চালিয়েছিল, সেটি যুক্তরাষ্ট্রের তৈরি। ইয়েমেনের স্থানীয় সাংবাদিক ও অস্ত্র বিশেষজ্ঞরা সঙ্গে যৌথভাবে কাজ করার পরই নিশ্চিত হওয়া গেছে, গত ৯ আগস্ট সৌদি নেতৃত্বাধীন জোট শিশুদের হত্যা করতে ৫০০ পাউন্ডের লেজার নিয়ন্ত্রিত এমকে ৮২ বোমাটি ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীষর্ ঠিকাদার প্রতিষ্ঠান ‘লকহিড মাটির্ন’ বোমাটির উৎপাদনাকারী। ২০১৬ সালের অক্টোবরে ইয়েমেনের এক জানাজায় হামলায় যে বোমা ব্যবহার করা হয়েছিল, তার সঙ্গে এই বোমার অনেক মিল আছে। ওই হামলায় ১৫৫ জন নিহত ও শতাধিক আহত হয়। ওই বছরেরই মাচের্ যুক্তরাষ্ট্রের সরবরাহ করা লেজার নিয়ন্ত্রিত এমকে ৮৪ বোমা ফেলা হয়েছিল ইয়েমেনের একটি বাজারে। ওই ঘটনায় নিহত হয় ৯৭ জন। এবার অবশ্য ব্যাপক আন্তজাির্তক সমালোচনার পরিপ্রেক্ষিতে সৌদি আরব জানিয়েছে, ভুল তথ্যের কারণে শিশুদের ওপর হামলা হয়েছে। এটা ভুল হয়েছে বলে দেশটি স্বীকার করেছে। ২০১৬ সালের ওই হামলার পর মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিলে তৎকালীন মাকির্ন প্রেসিডেন্ট বারাক ওবামা সৌদির কাছে লেজার নিয়ন্ত্রিত বোমা বিক্রি নিষিদ্ধ করেছিলেন। ২০১৭ সালের মাচের্ ট্রাম্প প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। যুক্তরাষ্ট্র বলছে, সৌদি নেতৃত্বাধীন জোট কোথায় হামলা চালাবে, সেই সিদ্ধান্ত তারা নিয়ে দেয় না। কিন্তু কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রির মাধ্যমে সৌদি জোটের অভিযানকে তারা সমথর্ন দিয়ে যাচ্ছে। সংবাদসূত্র : সিএনএন