নিরাপত্তা শঙ্কা

ম্যানাফোটর্ কর মামলার জুরিদের নাম গোপন

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোটের্র ব্যাংক ও কর জালিয়াতির মামলায় জুরিদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় তাদের নাম বলতে অস্বীকৃতি জানিয়েছেন ভাজিির্নয়ার এক বিচারক। মামলা চলাকালীন নিজেও হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন বিচারক টিএস এলিস। ২০১৬ সালের প্রেসিডেন্ট নিবার্চনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক তদন্তে ম্যানাফোটের্র বিরুদ্ধে লবিস্ট হিসেবে আয় করা অথের্র কর ফঁাকির অভিযোগ ওঠে। রিপাবলিকান প্রচার শিবিরের সাবেক এ কমর্কতার্ অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। তদন্ত কমর্কতার্রা বলছেন, ইউক্রেনের রাজনীতিবিদদের কাছ থেকে লবিং বাবদ আয় করা লাখ লাখ ডলারের কর দেননি ৬৯ বছর বয়সী ম্যানাফোটর্। দোষী সাব্যস্ত হলে ম্যানাফোটের্ক বাকি জীবন কারাগারেই কাটাতে হতে পারে। যুক্তিতকর্ শেষে ভাজিির্নয়ার আলেক্সান্দ্রিয়া আদালতের বিচারক এ সংক্রান্ত সিদ্ধান্তের ভার ছয় নারী ও ছয় পুরুষ জুরির হাতে ছেড়ে দিয়েছেন। সংবাদসূত্র : বিবিসি