জারদারির বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আসিফ আলি জারদারি
অবৈধভাবে অথর্পাচারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বিরুদ্ধে। ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চলত এই লেনদেন। বতর্মানে, জারদারি একাধারে পালাের্মন্টের সদস্য এবং অন্যদিকে বিরোধী দল পাকিস্তান পিপলস পাটির্র কো-চেয়ারম্যানের পদ সামলাচ্ছেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পযর্ন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি। সংবাদমাধ্যম জানাচ্ছে, ‘করাচির ব্যাংকিং কোটর্ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আসিফ আলি জারদারির বিরুদ্ধে। অভিযোগ অবৈধভাবে অথর্পাচার। শুক্রবার আদালত মামলাটির শুনানি চলাকালীন অথর্পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করে জারদারিসহ সহযোগীদের।’ যদিও, গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিকে অস্বীকার করেছেন জারদারির আইনজীবী। সূত্রের খবর, ব্যাংকিং কোটর্ গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে জারদারিসহ অন্যদের বিরুদ্ধে। তাদের মধ্যে বেশ কিছু আদালতের তলবকে অগ্রাহ্য করে শুনানিতে যারা উপস্থিত হননি, তাদের নামও বিশেষ উল্লেখ্য। এফআইএ (ফেডারাল ইনভেস্টিগেশন এজেন্সি)-এর তদন্তে উঠে এসেছে অথর্পাচার কাÐের সঙ্গে যুক্তদের নামের তালিকা। যাদের মধ্যে জারদারি প্রধান হলেও রয়েছে তার বেশ কিছু সহকমীর্র নাম। জারদারির আরও দুই বন্ধুকে মামলার সঙ্গে জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর জারদারিসহ অন্যদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নিদের্শ দিয়েছে ব্যাংকিং কোটর্। এরপরই শুরু হবে পরবতীর্ শুনানি। এফআইএ-এর তদন্তে এখন পযর্ন্ত উঠে এসেছে জারদারিসহ ৩০ জনের নাম। যার মধ্যে রয়েছে জারদারির বোন ফারিয়াল তালপুর। সংবাদসূত্র : ডন, ইনডিয়ান টাইমস