রোহিঙ্গা নিপীড়ন

মিয়ানমার সেনা বাহিনীর ওপর মাকির্ন নিষেধাজ্ঞা

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর দমন-পীড়নের ঘটনায় মিয়ানমারের চার সামরিক ও পুলিশ কমান্ডারসহ দুটো সামরিক ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের অথর্ মন্ত্রণালয়। রোহিঙ্গা নিপীড়নের জবাবে মিয়ানমারের বিরুদ্ধে এটিই এ পযর্ন্ত যুক্তরাষ্ট্রের নেয়া সবচেয়ে কঠোর পদক্ষেপ। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্ তবে মিয়ানমারের সামরিক বাহিনীর সবোর্চ্চ পযাের্য়র কেউ এ নিষেধাজ্ঞার আওতায় নেই। তাছাড়া, রোহিঙ্গা-বিরোধী প্রচারকে মানবতার বিরুদ্ধে অপরাধ কিংবা গণহত্যাও আখ্যা দেয়নি ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র সরকারে এ বিষয়টি নিয়ে বিতকর্ রয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী গত বছর রোহিঙ্গদের ওপর নতুন করে অভিযান শুরুর পর আগস্ট থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তারা জানায়, রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে সেনা সদস্যরা নিবির্চারে গুলি চালিয়ে মানুষ মেরেছে। এরপর অক্টোবরেই এর জবাবে আন্তজাির্তক আইনের আওতায় মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবা হচ্ছে বলে হুশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র।