প্রথম ভাষণেই বাজিমাত বিলাওয়াল ভুট্টোর

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পালাের্মন্টের যে অধিবেশনে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নিবাির্চত হলেন, সেই অধিবেশনেই বাগ্মিতার গুণে পাদপ্রদীপের আলোটুকু নিজের দিকে টেনে নিলেন বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। সংবাদসূত্র : ডন জাতীয় পরিষদে শুক্রবার বিলাওয়ালের ভাষণ শুনে পাকিস্তানের রাজনীতিক-কলামিস্টদের অনেকে এখন ২৯ বছর বয়সী বেনজির-পুত্রকে দেশটির সবচেয়ে যোগ্য পালাের্মন্টেরিয়ানও ভাবতে শুরু করেছেন। পাকিস্তান পিপলস পাটির্ চেয়ারম্যান বিলাওয়াল ভাষণে ইমরান খানকে যেমন ‘মনোনীত প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করেছেন, তেমনি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার আগে তার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। পালাের্মন্টে প্রধানমন্ত্রী নিবার্চনের পর ভাষণ দিতে দঁাড়ান এই প্রথম পালাের্মন্টে নিবাির্চত হয়ে আসা বিলাওয়াল। নানা ও মায়ের মতো পাশ্চাত্যে শিক্ষিত বিলাওয়াল ভাষণটি দেন ইংরেজিতে। বিলাওয়াল শুরুতেই ইমরান খানকে বলেন, ‘খান সাহেব, আপনি এখন আর কোনো দলের চেয়ারম্যান নন, আপনি দেশের প্রধানমন্ত্রী। আপনি তাদেরও প্রধানমন্ত্রী, যাদের আপনি ভেড়া মনে করেন, যাদের ছাগল মনে করেন, গাধা মনে করেন, যাদের জিন্দা লাশ ভাবেন।’