ফিলিস্তিনিদের রক্ষায় জাতিসংঘ মহাসচিবের চার প্রস্তাব

গাজায় ইসরাইলি বাহিনীর গুলি, ২ ফিলিস্তিনি নিহত

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরাইল অধিকৃত এলাকায় ফিলিস্তিনিদের রক্ষায় শুক্রবার চারটি প্রস্তাব পেশ করেছেন। তার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘের অনুমোদনে আন্তজাির্তক মানবাধিকার সংস্থাটির নিরস্ত্র পযের্বক্ষণকারীর পাশাপাশি ওই এলাকায় সেনা অথবা পুলিশ বাহিনী মোতায়েন। গাজায় সাম্প্রতিক সময়ে সহিংসতা ব্যাপক বেড়ে যাওয়ার পরিপ্র্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবেদন আকারে প্রস্তাবনাটি পেশ করা হয়। গাজায় মাচর্ মাস থেকে ইসরাইলি সেনাদের গুলিতে ১৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন, বিবিসি, রয়টাসর্ জাতিসংঘ মহাসচিব জোর দিয়ে বলেন, প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে ইসরাইল ও ফিলিস্তিন উভয়পক্ষের সহযোগিতা অত্যন্ত জরুরি। তবে ইসরাইল এই প্রস্তাবগুলো গ্রহণ করবে কিনা সে ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। ১৪ পৃষ্ঠার প্রতিবেদনে গুতেরেস যে চারটি প্রস্তাব দিয়েছেন সেগুলো হচ্ছেÑ পরিস্থিতি সম্পকের্ খবর দেয়ার জন্য মানবাধিকার পযের্বক্ষক ও রাজনৈতিক কমর্কতাের্দর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় জাতিসংঘের জোরালো উপস্থিতি। দুই. ফিলিস্তিনি জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করতে জাতিসংঘের মানবিক ও উন্নয়ন সহায়তা ব্যাপকভাবে বাড়ানো। তিন. একটি বেসামরিক পযের্বক্ষণ মিশন গঠন করা। এই মিশনের সদস্যরা চেকপয়েন্ট ও ইসরাইলি বসতির মতো স্পশর্কাতর স্থানগুলোর কাছে অবস্থান করবে। সবের্শষ প্রস্তাবে জাতিসংঘের অনুমোদনক্রমে ফিলিস্তিনি বেসামরিক মানুষদের রক্ষায় সেনা বা পুলিশ বাহিনী মোতায়েন। গুতেরেসের এই প্রস্তাবনা পাস করতে হলে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদন প্রয়োজন। ইসরাইল এর বিরোধিতা করলে যুক্তরাষ্ট্র এতে ভেটো দিতে পারে। ১৯৯৪ সালে ইউরোপীয় দেশগুলোর ছোট একটি প্রতিনিধি দলকে পরিস্থিতি পযের্বক্ষণের জন্য পশ্চিম তীরের হেবরন নগরীতে মোতায়ন করা হয়। কিন্তু এরপর থেকে ইসরাইল ওই সব স্পশর্কাতর স্থানে আন্তজাির্তক পযর্বক্ষেণকারীদের মোতায়েনের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে আসছে। প্রতিবেদনটিতে গুতেরেস বলেন, জাতিসংঘ ফিলিস্তিনিদের রক্ষায় এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই পদক্ষেপগুলো যথেষ্ট নয়। জুন মাসে সাধারণ পরিষদ বৈঠকের প্রস্তাবনায় সেখানকার পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। গাজা সীমান্তে ইসরাইলি বাহিনীর গুলি, ২ ফিলিস্তিনি নিহত জাতিসংঘ যখন ফিলিস্তিনিদের রক্ষায় বিশেষ প্রস্তাবনা পেশ করেছে, তখন গাজা সীমান্তে ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সীমান্ত বরাবর ফিলিস্তিনিদের সাপ্তাহিক বিক্ষোভে ইসরাইলি সেনারা গুলি চালালে এ ঘটনা ঘটে। গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে উত্তেজনা কমাতে সম্প্রতি মধ্যস্থতার চেষ্টা করছে মিসর। এর মধ্যেই শুক্রবার ফিলিস্তিনি বিক্ষোভে গুলি চালাল তেল আবিব। সীমান্ত বেষ্টনীর কয়েকশ’ মিটার দূরে ২০ হাজারের মতো ফিলিস্তিনি এদিনের বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীদের অনেকে জ্বলন্ত টায়ার নিয়ে বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলেও ইসরাইলি নিরাপত্তারক্ষীদের গুলিতে তা ব্যথর্তায় পযর্বসিত হয়। গুলিতে অন্তত দুই ব্যক্তি নিহত ও ২৭০ জন আহত হয়েছেন বলে জানান ফিলিস্তিনি চিকিৎসকরা। আহতদের মধ্যে ৫০ জনের শরীরে গুলির অস্তিত্ব পাওয়া গেছে বলেও জানিয়েছে তারা।