সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
শিগগিরই পাকিস্তান সফরে যাচ্ছেন ট্রাম্প যাযাদি ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই পাকিস্তান সফর করবেন। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক বৈঠকে বুধবার ট্রাম্প নিজে ইসলামাবাদ সফরের কথা জানান। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন। কোরেশি বলেন, ট্রাম্প ও ইমরান খানের মধ্যে ঘণ্টাব্যাপী ফলপ্রসূ বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইসু্যতে আলোচনা হয়েছে। পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি নিজেও ইমরানের প্রতিনিধি দলের হয়ে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পও তার পুরো প্রতিনিধি দল নিয়েই ইমরানের সঙ্গে বৈঠকে অংশ নেন। সংবাদসূত্র : ডন গ্রিস প্রথম নারী প্রেসিডেন্ট একাতেরিনি যাযাদি ডেস্ক গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একাতেরিনি সাকেলস্নারোপোউলু। দেশটির অন্যতম শীর্ষ এই বিচারককে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন রক্ষণশীল দল। বুধবার ৩০০ সদস্যের পার্লামেন্টে ২৬১ জনই তার পক্ষে ভোট দেন। গ্রিসের বিভক্তির রাজনীতিতে এই ভোটাভুটি বিরল ঐক্যের নিদর্শন হিসেবে আবির্ভূত হয়েছে। আগামী মার্চে বর্তমান প্রেসিডেন্ট প্রোকোপিস পাভোলোপোইলুসের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ৬৩ বছর বয়সী একাতেরিনি পরিবেশগত ও সাংবিধানিক আইনের বিশেষজ্ঞ। আগামী ১৩ মার্চ তিনি শপথ নেবেন।সংবাদসূত্র : আল-জাজিরা