দাবানল নেভাতে গিয়ে বিধ্বস্ত বিমাননিহত ৩

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
অস্ট্রেলিয়ায় দাবানল নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত একটি বড় ধরনের এয়ার ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বাসিন্দা তিন ক্রু নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টার কিছুক্ষণ পরে নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) দক্ষিণাঞ্চলে বিমানটি ও ওই তিন ক্রু নিখোঁজ হয়েছিল বলে জানিয়েছে তারা। সংবদাসূত্র : রয়টার্স জরুরি বিভাগের কর্মীরা জানিয়েছেন, রাজধানী থেকে দক্ষিণে দুই ঘণ্টার দূরত্বে স্নোয়ি পর্বতমালা অঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ওই পর্বতামালা অঞ্চলেই দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত ছিল লকহিডের তৈরি চার ইঞ্জিনের সি-১৩০ হারকিউলিস ওয়াটার-বোম্বিং বিমানটি। সেখানেই এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন এনএসডব্লিউযের মুখ্যমন্ত্রী গস্নাডিস বেরেজিকলিয়ান। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। কী কারণে বিমান বিধ্বস্তের এ ঘটনাটি ঘটল তা জানা যায়নি। বিমানটি মাটিতে পড়ার পর বড় ধরনের অগ্নিগোলক দৃষ্টিগোচর হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। নিহত ওই তিন ক্রুর পরিচয় শনাক্ত হয়নি, তবে তারা যুক্তরাষ্ট্রের বাসিন্দা বলে কর্মকর্তারা জানিয়েছেন।