শক্তিশালী ভূমিকম্পে তুরস্কের পূর্বাঞ্চলে ২২ জন নিহত

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০, ১০:৩৮

অনলাইন ডেস্ক
শক্তিশালী ভূমিকম্পে তুরস্কের পূর্বাঞ্চলে ২২ জন নিহত যাযাদি ডেস্ক তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। শুক্রবারের ছয় দশমিক আট মাত্রার এ ভূমিকম্পে অনেকগুলো ভবনও ধসে পড়েছে। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স ভূমিকম্পের পর ডজনের বেশি পরাঘাত তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের আতঙ্কিত করে তোলে। শক্তিশালী এ কম্পন পার্শ্ববর্তী কয়েকটি দেশেও অনুভূত হয়। ভূমিকম্পটি সিরিয়া ও ইরানেও অনুভূত হয়েছে। ভূমিকম্পে রাজধানী আঙ্কারার সাড়ে ৫০০ কিলোমিটার পূর্বের এলাজিগ প্রদেশেই ১৩ জন নিহত হয়েছেন। এলাজিগের পার্শ্ববর্তী মালাতিয়া প্রদেশে প্রাণ গেছে আরও পাঁচজনের। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ৩০ জনের খোঁজে উদ্ধার কার্যক্রম চলছে; ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'টিআরটি'তে এলাজিগের আংশিক ধসে পড়া একটি ভবনের ভেতর পুলিশ ও জরুরি বিভাগের কর্মীদের উদ্ধার অভিযান চালানোর ফুটেজ দেখানো হয়েছে। দেখা গেছে, ধসে পড়া অন্য একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দলের সদস্যরা খালি হাতেই ইট-সুরকি সরাচ্ছে। অন্যান্য এলাকায় ধ্বংসস্তূপ সরাতে জরুরি বিভাগের কর্মীদের ড্রিল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করতে দেখা গেছে।