বন্যপ্রাণী ব্যবসায় বিধিনিষেধ আরোপ চীনের

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাস নিয়ে মহামারি ঠেকাতে বন্যপ্রাণীর ব্যবসায় বিধিনিষেধ আরোপ করেছে চীন। কারণ, এ ধরনের প্রাণীর মাধ্যমেই করোনাভাইরাস মানবদেহে প্রবেশ করে থাকে বলে প্রতীয়মান হচ্ছে। ফলে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাজার, রেস্টুরেন্ট ও ই-কমার্স সাইটগুলোতে বন্যপ্রাণী কেনাবেচা অস্থায়ীভাবে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সংবাদসূত্র : আল-জাজিরা। রোববার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তবে আগে থেকেই যেসব প্রতিষ্ঠান বন্যপ্রাণীর ব্যবসা করে, তারা এই নির্দেশনার আওতাভুক্ত হবে না। তবে সেগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে। যে প্রাণীর শরীরে বাসা বাঁধার পর ভাইরাস ছড়াচ্ছে, তা নির্ণয় করা গেলে সমস্যার সমাধান অনেকটাই সহজ হয়ে যায়। নতুন করোনাভাইরাসের ক্ষেত্রে এর উৎস হচ্ছে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে সামুদ্রিক খাবারের পাইকারি বাজার। ধারণা করা হচ্ছে, বেলুগা তিমির মতো সমুদ্রগামী কিছু স্তন্যপায়ী প্রাণী এই ভাইরাস বয়ে এনেছে। তবে বাজারে অহরহ বিচরণ করা মুরগি, বাদুর, খরগোশ, সাপের মতো প্রাণীগুলোও সন্দেহের বাইরে নয়। আর সে কারণেই চীনা কর্তৃপক্ষ সব ধরনের বন্যপ্রাণী কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।