কাশ্মীরে গুলিতে তিন 'বিচ্ছিন্নতাবাদী' নিহত

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে প্রজাতন্ত্র দিবসের আগের দিন শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদের স্বঘোষিত কাশ্মীরপ্রধান কারি ইয়াসিনসহ তিন 'জঙ্গি' নিহত হয়েছেন বলে ভারতীয় পুলিশ ও সেনা কর্মকর্তারা জানিয়েছেন। সংবাদসূত্র : এনডিটিভি ইয়াসিন গত বছর পুলওয়ামায় জঙ্গি হামলায় জড়িত ছিল বলেও জানিয়েছেন তারা। পুলওয়ামার ওই হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জওয়ান নিহত হয়েছিল। রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে শ্রীনগরভিত্তিক চিনার কোরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল কেজিএস ধিলন ও কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন 'জঙ্গির' নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তারা জানিয়েছেন, 'জঙ্গিরা' প্রজাতন্ত্র দিবসে যে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল, তা বানচাল করা হয়েছে। গোলাগুলিতে তিন সেনা কর্মকর্তাও আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক জানান, তারা বেশ কিছুদিন ধরে শ্রীনগর ও এর আশপাশে স্বয়ংক্রিয় বিস্ফোরক ব্যবহার করে হামলার বিষয়ে তথ্য পাচ্ছিলেন। তার ভাষায়, 'ত্রালে নিহত তিনজনের একজন কারি ইয়াসিন, যিনি কাশ্মীরের জইশ-ই-মোহাম্মদের স্বঘোষিত প্রধান।