রানওয়ে থেকে ছিটকে মহাসড়কে ইরানি বিমান

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের প্রধান বিমানবন্দরে দেড়শ আরোহীবাহী একটি বিমান রানওয়ে থেকে পাশের একটি রাস্তায় ছিটকে পড়েছে। তবে এ দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ছবিতে রাস্তায় কাস্পিয়ান এয়ারলাইন্সের বিমানটি -সিএনএন
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের প্রধান বিমানবন্দরে দেড়শ আরোহীবাহী একটি বিমান রানওয়ে থেকে পাশের একটি রাস্তায় ছিটকে পড়েছে। বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রম্নটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদসূত্র : সিএনএন সোমবার স্থানীয় সময় সকালের দিকে এই দুর্ঘটনা ঘটেছে। খুজেস্তানের প্রাদেশিক বিমানবন্দর পরিচালক মোহাম্মদ রেজা রেজানিয়ান বলেছেন, সব আরোহীকে বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। কাস্পিয়ান এয়ারলাইন্সের এই বিমানটি তেহরান থেকে মাশাহারে যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিমানটি একটি জনবহুল এলাকার কাছে গিয়ে থেমেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় মানুষ। তেহরানে ভুলবশত ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো দেশটির ক্ষমতাসীন সরকার ব্যাপক তোপের মুখে রয়েছে। এর মাঝেই সোমবার খুজেস্তানের মাহশাহর শহরে এই বিমান দুর্ঘটনা ঘটল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খবরে বলা হয়েছে, সোমবার দুর্ঘটনার কবলে পড়া বিমানটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। ল্যান্ডিং গিয়ারে ত্রম্নটি দেখা দেয়ায় এটি টারমাকে আঘাত হানে। দুর্ঘটনার পর বিমানটির ছড়িয়ে পড়া ছবিতে বিমানটি ল্যান্ডিং গিয়ার দেখা যায়নি।