যুক্তরাষ্ট্রের ৩০ শহরে সিএএ-বিরোধী বিক্ষোভ

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি শহরে বিক্ষোভ করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা। রোববার ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে শান্তিপূর্ণ এই বিক্ষোভ করেন তারা। এ সময় ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে নতুন নাগরিকত্ব আইন বাতিলের আহ্বান জানান বিক্ষোভকারীরা। তবে এ সময় নাগরিকত্ব আইনের সমর্থনেও অনেককে মিছিল করতে দেখা গেছে। সংবাদসূত্র : পিটিআই এদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নাগরিকত্ব আইনবিরোধী ব্যানার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্স্নোগান দিতে দেখা যায়। এ সময় তারা নাগরিকত্ব আইন বাতিল এবং প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জি প্রত্যাহারের দাবি জানান। ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তি নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের শাসনামলে হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন বিক্ষোভকারীরা। নিউইয়র্ক, শিকাগো, হিউস্টন, আটলান্টা ও সান ফ্রান্সিসকো শহরে ভারতীয় কনসু্যলেটের সামনে বিক্ষোভ হয়েছে। এছাড়া ওয়াশিংটন ডিসিকে ভারতীয় দূতাবাসের সামনেও শত শত মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীদের 'ভারত মাতা কি জয়', 'হিন্দু, মুসলিম, শিখ, ইসাই : আপস মে সাব ভাই ভাই' স্স্নোগান দিতে দেখা যায়। \হনাগরিকত্ব আইনবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে শিকাগো শহরে।