কাঠের দালান

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে একদিকে বাড়ছে কংক্রিটের তৈরি দালানের চাহিদা, অন্যদিকে সেই চাহিদা পূরণে গড়ে তোলা হচ্ছে আকাশচুম্বী সব অট্টালিকা। তবে এসব স্থাপনা তৈরির কাজে ব্যবহৃত মালামালের কারণে যে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, সে ব্যাপারে শুরু থেকেই সতর্ক করে আসছেন পরিবেশ বিশেষজ্ঞরা। আর তাই জাপান-চীনের মতো উন্নত দেশগুলো ভবন তৈরিতে অভিনবত্ব আনার চেষ্টা করছে প্রতিনিয়ত। যেমন ২০৪১ সালে জাপানের ৩৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বের সবচেয়ে উঁচু কাঠের ভবন তৈরির ঘোষণা দিয়েছে তারা। এদিকে, চীনের ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও কম যায় না। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝো প্রদেশে ২৪ তলাবিশিষ্ট কাঠের দালান তৈরি করে তাক লাগ দিয়েছে তারা। পাইন গাছের বাকল ও কাঠ দিয়ে তৈরি সুউচ্চ এই ভবনটি পাহাড়ের এই অধিবাসীদের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে -সিনহুয়া