ভারতে থাকলে নোবেল পেতেন না অভিজিৎ!

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
ভারতে থাকলে তার পক্ষে নোবেল পাওয়া সম্ভব ছিল না। এমনটাই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রোববার ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে সাহিত্য উৎসবে দেওয়া বক্তব্যে এমন কথা বলেন তিনি। সাহিত্য উৎসবে তাকে (অভিজিৎ) প্রশ্ন করা হয়, ভারতে থাকলে কি এত বড় সম্মান অর্জন করতে পারতেন? জবাবে নোবেলজয়ী বলেন, 'না পারতাম না'। নিজের উত্তরের পক্ষে যুক্তি দিয়ে অভিজিৎ বলেন, 'ভারতে যোগ্যতার অভাব নেই। তবে, সঠিক কার্যপ্রক্রিয়া দরকার। একার পক্ষে সব কাজ সব সময় করা সম্ভব হয় না। সবার সঙ্গে কাজ করলে অনেক সুবিধা হয়।' ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দারিদ্র্য দূরীকরণে গবেষণা করে অভিজিতের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন তার স্ত্রী এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমার। গত দুই দশক ধরে দারিদ্র্য দূরীকরণের জন্য নিরলস গবেষণা করছেন তারা। তাদের পরীক্ষাভিত্তিক পদ্ধতির জন্য অনেক পরিবর্তন এসেছে উন্নয়নের অর্থনীতিতে। এর মাধ্যমে গবেষণার অনেক নতুন দিক খুলে গেছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠান 'এমআইটির ফুড ফাউন্ডেশন'র অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস