হ্যারির বিদায়ে নতুন দায়িত্বে উইলিয়াম

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ব্রিটিশ যুবরাজ উইলিয়ামকে নতুন রাজকীয় দায়িত্ব দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। 'ডিউক অব কেমব্রিজ'কে স্কটল্যান্ডের জাতীয় গির্জা 'দ্য চার্চ অব স্কটল্যান্ড'র সাধারণ পরিষদের লর্ড হাইকমিশনার নিয়োগ দিয়েছেন রানি। রোববার রাজকীয় এক ফরমান জারির মাধ্যমে উইলিয়ামকে এ দায়িত্ব দেওয়া হয়। ছোট নাতি যুবরাজ হ্যারি ও নাতবৌ মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল রাজপরিবার ছাড়ার এক সপ্তাহের মাথায় নতুন এ নিয়োগ দিলেন রানি। উইলিয়ামকে নতুন দায়িত্ব দিয়ে রাজপরিবারের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিবছর লর্ড হাইকমিশনার নিয়োগ দিয়ে থাকেন রানি। তারই ধারাবাহিকতায় এ নিয়োগ দেওয়া হয়েছে। ওয়েবসাইটে আরও বলা হয়, দ্য চার্চ অব স্কটল্যান্ড এক ধরনের প্রেসবিটেরিয়ান গির্জা, যেখানে যিশুখ্রিষ্টকে একই সঙ্গে গির্জার রাজা ও প্রধান ভাবা হয়। চার্চ অব স্কটল্যান্ডের কমিশনার সাধারণত স্কটিশ বংশোদ্ভূত হন। কিন্তু রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে রাজপরিবার থেকে কমিশনার নিয়োগের নজির রয়েছে। সংবাদসূত্র : সিএনএন