ভারতে নাগরিকত্ব আবেদনকারীকে এবার ধর্মের প্রমাণও দিতে হবে

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনে (সিএএ) পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের অমুসলমানদের ভারতের নাগরিকত্ব পেতে এবার 'ধর্মের প্রমাণ' দিতে হবে। পাশাপাশি প্রমাণ করতে হবে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগেই তারা সেখানে গেছেন। মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস ওই কর্মকর্তা বলেছেন, নাগরিকত্বের জন্য আবেদনকারীদের ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাওয়া ভারত সরকারের অনুমোদিত যেকোনো পরিচয়পত্র দাখিল করতে হবে। এর সঙ্গে ধর্মের বিষয়টিও উলেস্নখ করতে হবে। তিনি বলেন, সন্তানদের সরকারি স্কুলে ভর্তি করতে হলে অভিভাবকদের ধর্ম উলেস্নখ করতে হয়। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে তৈরি আধার কার্ডেও ধর্মের উলেস্নখ রয়েছে। ফলে সেখান থেকেই সিএএ-তে উলেস্নখ ছয়টি ধর্মের প্রমাণ মিলবে। এছাড়া যেসব সরকারি নথিতে ধর্মের উলেস্নখ রয়েছে তাও বিবেচনায় আনা হবে। গত ১১ ডিসেম্বর ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে সংশোধিত নাগরিকত্ব বিল পাস করে ভারতের পার্লামেন্ট। পরে রাষ্ট্রপতি অনুমোদন দিলে তা আইনে পরিণত হয়। গত ১০ জানুয়ারি থেকে ভারতজুড়ে এই আইন কার্যকর হয়েছে।