আরব ভূখন্ডে উত্তেজনা

ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ফিলিস্তিনের

জ্জ আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান জ্জ শতাব্দীর সেরা চুক্তি নয়, সেরা বিশ্বাসঘাতকতা :তেহরান জ্জ পরিকল্পনায় সায় সৌদি আরবের

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইল ঘেঁষা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। একই সঙ্গে এ ইসু্যতে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকারও আহ্বান জানিয়েছে তারা। মঙ্গলবার ইসরাইলি নেতাদের সঙ্গে নিয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার দিনই এ আহ্বান জানায় তারা। সংবাদসূত্র : আল-জাজিরা, রয়টার্স কায়রোতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত এবং আরব লিগে দেশটির স্থায়ী প্রতিনিধি দিয়াব আল-লৌহ বলেন, "ট্রাম্পের কথিত 'ডিল অব দ্য সেঞ্চুরি' মোকাবিলার উপায়গুলো নিয়ে আলোচনার জন্য আরব লিগের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। আগামী শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।" ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরাইলি ভূখন্ড হিসেবে দেখানো হয়েছে। এছাড়া ইসরাইলি দখলদারিত্বের ফলে শরণার্থীতে পরিণত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার দিতে অস্বীকার করা হয়েছে। জর্ডান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে; যে রাষ্ট্রের নিজস্ব কোনো সেনাবাহিনীও থাকবে না। এদিকে, তথাকথিত এ শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, 'জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া তিনি কখনোই এ পরিকল্পনা মানবেন না।' শতাব্দীর সেরা চুক্তি নয়, সেরা বিশ্বাসঘাতকতা :তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার ঘোষণার পর ওইদিন রাতেই এ নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি। তিনি বলেন, 'ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা শতাব্দীর সেরা চুক্তি নয় বরং এটি হচ্ছে ফিলিস্তিনিদের সঙ্গে শতাব্দীর সেরা বিশ্বাসঘাতকতা।' পরিকল্পনায় সায় সৌদি আরবের এদিকে, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার শান্তি পরিকল্পনায় সমর্থন জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটি জানায়, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে একটি সমন্বিত শান্তি পরিকল্পনায় ট্রাম্পের চেষ্টার প্রতি সৌদির সম্মান রয়েছে।