হুমকি মোদির

সংবাদ সংক্ষেপ

সাতদিনে পাকিস্তানকে ধুলায় মেশাতে পারি

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তানকে সাত থেকে ১০ দিনের মধ্যে ধুলায় মিশিয়ে দিতে পারে ভারতের সেনাবাহিনী। এমনই হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দিলিস্নতে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর (এনসিসি) এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোদি এ হুঁশিয়ারি দেন। মোদি বলেন, "প্রতিবেশী দেশ (পাকিস্তান) তিনটি যুদ্ধে হেরেছে। পাকিস্তানকে কুপোকাত করতে ৭/১০ দিনের বেশি সময় নেয় না ভারতের সেনারা। কিন্তু দশকের পর দশক ধরে 'ছায়াযুদ্ধ' চালিয়ে এসেছে তারা। আগে সেনাবাহিনীকে অভিযানের অনুমতি দেওয়া হতো না। আমাদের সময় সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হানা হয়েছে।" ভারতের প্রধানমন্ত্রীর দাবি, স্বাধীনতার পর থেকেই জম্মু-কাশ্মীরে সমস্যা রয়েছে। কয়েকটি পরিবার ও রাজনৈতিক দল উপত্যকার ইসু্যগুলোকে জিইয়ে রেখেছে। এর ফল হিসেবে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। বছরের পর বছর ধরে হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে। বাসিন্দাদের কাশ্মীর ছাড়তে বাধ্য করা হয়েছে। বর্তমান সরকার কয়েক দশক ধরে চলে আসা এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করতে চায়। উলেস্নখ্য, ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর সোচ্চার হয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্বের নানা জায়গায় গিয়ে এ প্রসঙ্গে কথা বলছেন। সংবাদসূত্র : পিটিআই, এনডিটিভি